জয়পুরহাটে মঙ্গলবার রাতে বয়ে যাওয়া ঝড়ে দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুটি শিশু রয়েছে।
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮), তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩) এবং কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামের মৃত সালামত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৭০)।
এদিকে, ঝড়ে সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলার ৪০-৪৫ গ্রাম লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় দুই হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি ওপড়ে গেছে। বিভিন্ন স্থানে পোল্ট্রি খামারের চালা ভেঙে ৪০ হাজার মুরগি মারা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলায় প্রবল বেগে ঝড় আঘাত হানে। এতে ক্ষেতলাল উপজেলায় দুই শিশু সন্তানসহ এক নারী এবং কালাই উপজেলায় এক বৃদ্ধা দেয়াল চাপা পড়ে মারা গেছেন। সেই সাথে সদরসহ কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ৪০ গ্রামের দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সূত্র : ইউএনবি