সিলেটে ৭শ’ পাড়ি দিলো করোনা আক্রন্তের সংখ্যা। এর মধ্যে অর্ধেকই সিলেট জেলার বাসিন্দা। অন্যরা হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগী। সিলেট নগরের পাড়া-মহল্লায় রোগী মিলেছে। গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় করোনা ‘আতঙ্ক’ তীব্র হয়ে উঠেছে সিলেটে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন- করোনা রোগীদের যথা সম্ভব আইসোলেটেড রেখেই চিকিৎসেবা নিশ্চিত করা হচ্ছে।
বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৩৭৯ জন। এর মধ্যে সিলেটে ৩৮১, সুনামগঞ্জে ৪৩২, হবিগঞ্জে ২২৩ ও মৌলভীবাজারে ৩৪৩ জন। এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩৮ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১৩ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
এদিকে- সিলেট জেলাতে গত ১০ দিনে গড়ে একজন করে করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ পর্যন্ত ১৫ জন রোগী মারা গেছেন। গত ১৬ই মে সিলেটে মৃতের সংখ্যা ছিলো ৬। বুধবার এসে সে সংখ্যা দাঁড়ালো ১৫-তে। এর মধ্যে গত ২০শে মে একদিনেই মারা গেলেন সিলেটের ৩ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে সিলেট জেলাতেই ১১ জন, মৌলভীবাজারের ৩ ও হবিগঞ্জের একজন।