রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবস শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। পরে হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।
ইউনাইটেড হাসপাতালের কমিনিউকেশনে অ্যান্ড বিসনেস ডেভেলপমেন্টেরের হেড ডা. সাগুফতা আনোয়ার পাঁচ রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে রাতেই এক বিবৃতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।