করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড করা হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে রেকর্ড ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৯ জনে। মৃত্যুর তালিকায় এখন চতুর্থ স্থানে আছে দেশটি।
এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৮ হাজার ৯৩৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার। এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।
বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে করোনাভাইরাসের প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ। আক্রান্তের প্রকৃত সংখ্যাটা ১৫ বা এর বেশি গুণ হতে পারে বলে অনেকের ধারণা।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে এ ভাইরাসের আক্রান্ত হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার। আক্রান্ত-মৃত্যুর তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১৮ লাখ ৩১ হাজার; মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬ হাজার।