শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

অভিনয় ছাড়ার ঘোষণা পাকিস্তানি অভিনেত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার
পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা প্রচারের জন্য নয়, তাও বলে দিয়েছেন তিনি। এর আগে জুলাই মাসে আলিজাহ শাহ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছিলেন, যার মধ্যে ছিল হয়রানি, বেতন আটকে রাখা এবং সেটের বিষাক্ত পরিবেশ। এমনকি তার ২০২১ সালের আলোচিত র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও। এবার অভিনয় ছাড়ার ঘোষণাই দিয়ে দিলেন এ অভিনেত্রী।

পাকিস্তানি গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, ইনস্টাগ্রামে আলিজাহ লিখেছেন, ‘যারা ভাবেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারে থাকার জন্য এসব বলেছি, তাদের ভাবনা আমাকে চূড়ান্তভাবে বিরক্ত করে। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) নিয়ে বেঁচে আছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি।

মুখ খোলা আমার মনোযোগ আকর্ষণের জন্য ছিল না; অন্ধকার থেকে নিজেকে মুক্ত করার এটাই একমাত্র পথ ছিল।’শোবিজে আর ফিরবেন না জানিয়ে আলিজাহ লেখেন, ‘আমি আপনাদের কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। আমি প্রতিদিন দোয়া করি যেন এই অবমাননাকর জগতে আমি কখনো না আসতাম, যেখানে দিনের ১২ ঘণ্টা আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত আমার সঙ্গে যা করেছে তা আমি ভুলতে পারি না। প্রচণ্ড আঘাত পেয়েছেন জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এমন অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কাঁদি, এমন অনেক দিন আছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করে তোলে যে বমি করতে করতে আমার পেট খালি হয়ে যায়। এই কষ্ট সত্যিকারের, এটি আমার শরীরে, আমার হৃদয়ে রয়ে গেছে এবং আমি শুধু একা থাকতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com