করোনাভাইরাসে এক দিনে গোটা ইউরোপের চেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাজ্যে।
যুক্তরাজ্যে একদিনে ৩৫৯ জন মারা গেছেন। ইউরোপের সব দেশ মিলিয়ে মারা গেছেন ৩১৪ জন।
এদিকে, ইংল্যাণ্ডের জনস্বাস্থ্য দফতর পিএইচই-র এক জরিপে কোভিড-১৯ সংক্রমণে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যুর উচ্চ ঝুঁকি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
জরিপের রিপোর্টে বলা হয়, বিশেষত বয়স্ক মানুষ ও পুরুষদের করোনাভাইরাসে মারা যাবার ঝুঁকি সবচেয়ে বেশি।
এর পর বলা হচ্ছে – বয়স ও লিঙ্গ বাদ দিলে কোভিড-১৯এ মারা যাবার সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের।
এদিকে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৬ লাখ মানুষের, মারা গেছে ৩২ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৩৪৯ জন মানুষ।
মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে ব্রাজিলে।
ব্রাজিলে কোনো পূর্ণমেয়াদে স্বাস্থ্যমন্ত্রী নেই। বুধবার এদুয়ার্দো পাজুয়েলোকে অন্তবর্তীকালীন স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি এবং তিনি গণমাধ্যমকে দায়ী করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর দায়ে।
সূত্র : বিবিসি