করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারতের হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হচ্ছে। পাঁচটি হোমিওপ্যাথি ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষায় শতভাগ সাফল্য এসেছে বলে দাবি করেছে ভারতের একদল গবেষক।
এই হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে ২-৩ দিনের মধ্যে আক্রান্তদের উপসর্গ চলে গিয়েছে এবং ৫-৭ দিনের তাদের করোনা নির্মূল হয়েছে বলে ভারতীয় সম্প্রচার মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কোভিড আক্রান্ত রোগীদের ব্রায়োনিয়া অ্যালবা, আর্সেনিক অ্যালবাম, জেলসেমিয়াম, অ্যান্টিম টার্ট ও ক্রোটালুস এইচ নামের এই পাঁচটি ওষুধ দেওয়া হয়। আগ্রার এফএইচ মেডিকেল কলেজের ৪৪ জন রোগীকে দুটি গ্রুপে ভাগ করে এই ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সারাবিশ্বে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬৫ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৪১ জনের।
করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৬ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ছয় হাজার ৮৮ জনের।