শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

অদ্ভুত পোশাকে এমির রেড কার্পেটে ‘ওয়েন্সডে’ তারকা জেনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার

লস এঞ্জেলেসে ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে অদ্ভুত পোশাকে চমক দেখিয়েছেন জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ওয়েন্সডে’ তারকা জেনা অর্টেগা।

যদিও তিনি এ বছর কোনো পুরস্কারের জন্য মনোনীত নন, তবে তার বিশেষ উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে।

অর্টেগা একটি পুরস্কার প্রদান করার জন্য উপস্থিত ছিলেন এবং রেড কার্পেটে তাকে দেখা মাত্রই সবাইর দৃষ্টি কেড়েছে।

জেনা অর্টেগার গিভেঞ্চি ফল/উইন্টার ২০২৫ কালেকশনের সারাহ বার্টনের তৈরি একটি টপ পরেছিলেন। এই টপ সম্পূর্ণভাবে বড় বড় রত্ন এবং ক্রিস্টাল দিয়ে তৈরি, যার মধ্যে মুকুট, হীরক ও রঙিন ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। রঙের মধ্যে বারগান্ডি, সেজ এবং অ্যাম্বার টোন ছিল। এই রত্নগুলো এক ধরনের সিলভার রেজিনে বসানো এবং জেনার দেহের উপর জালের মতো সাজানো ছিল।

তার লুকটি সম্পূর্ণ হয়েছিল একটি কালো স্কার্টের সঙ্গে, যার পাশে বড় স্লিট ছিল। তিনি প্ল্যাটফর্ম হিলস পরেছিলেন।

জেনার চুল পনিটেলিতে বাঁধা, চোখে ধোঁয়াটে ধূসর আইশ্যাডো এবং ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক ছিল। এছাড়া হীরার দুল ও স্টেটমেন্ট রিং পরেছিলেন তিনি।

স্টাইলিস্ট এনরিক মেলেন্ডেজের সাহায্যে জেনা সম্প্রতি ‘ওয়েন্সডে’ সিরিজের প্রচারের সময় একের পর এক ফ্যাশন লুক দেখিয়েছেন, যা ছিল ভয়ঙ্কর, সেক্সি এবং মজাদার।

এমি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ না করলেও, রেড কার্পেটে তার ঝলমলে উপস্থিতি সকলকে মুগ্ধ করেছে।

২০০২ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা মার্কিন এই তারকার পুরো নাম জেনা মারি অর্টেগা। তিনি টিভি ধারাবাহিক ‘ওয়েন্সডে’ ছাড়াও যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল দ্য সিডব্লিউ-এ প্রচারিত রোমান্টিক এবং হাস্যরস দৃশ্যকাব্যের ধারাবাহিক জেইন দ্য ভার্জিন এবং জনপ্রিয় শিশুতোষ চ্যানেল ডিজনিতে প্রচারিত হাস্যরস দৃশ্যকাব্যের ধারাবাহিক স্টাক ইন দ্য মিডল- এ অভিনয়ের জন্য বেশ পরিচিত। এছাড়াও তিনি ডিজনি চ্যানেল-এ প্রচারিত রোমাঞ্চকর দৃশ্যকাব্যের এ্যানিমেশন ভিত্তিক ধারাবাহিক এলেনা অব এভালর-এ ‘প্রিন্সেস ইসাবেল’ নামক চরিত্রটিতে কন্ঠ দিয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com