অত্যন্ত প্রতিভাবান শিল্পী কে সি মং এর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ফ্যাসেটস অব ফিলিং নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত হচ্ছে। জ্যাকসন হাইটসের অদুরে ৬৭-১৯ রুজভেল্ট এভিনিউতে অবস্থিত নোঙর স্টুডিওতে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর আনুস্ঠানিক উদ্বোধন করবেন প্রবীন শিল্পী ও চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন ডীন প্রফেসর মতলুব আলী।
শিল্পী কে সি মং তেলচিত্র, এক্রোলিক, জলরং, পেন্সিল স্কেচ ও ড্রইং সহ বিভিন্ন মিডিয়াতে কাজ করে থাকেন। নিউ ইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় ২০১৫ সালে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুস্ঠিত হয়। শিল্পী মং মুলধারার বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশ নিয়ে থাকেন। ফ্যাসেটস অব ফিলিং প্রদর্শনীতে তাঁর আঁকা মোট ৪০টি শিল্পকর্ম স্থান পাবে বলে জানা গেছে। প্রদর্শনী প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।