বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

আমার ১২টা বিয়ে করার ইচ্ছা: পরীমণি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন। প্রেম-বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। শোবিজে আসার পর পরীর বিয়ের খবরগুলো প্রকাশ্যে আসলেও আড়ালে ছিল তার আগের জীবনের নানা কথা। অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে।

অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে বিষয়টি কখনো কথা বলেননি পরী। মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

তিনি আরও বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়- তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানের সঞ্চালক পরীমণির কাছে জানতে চান শেখ সাদির প্রসঙ্গে (যার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল শোবিজে)। উত্তরে হাসতে হাসতে এই নায়িকা বলেন, ‘ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।’

এরপর পরীর কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, ‘না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।’

বলা দরকার, চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের গিয়ে পরীর সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বিয়ে। এরপর তাদের একটি ছেলে সন্তান হয়। কিন্তু রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com