বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৩৩১ বার

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে ছিল জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সোসাইটি’র নতুন কমিটি। অভিষেকে শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল বাশার মিলন। এসময় নির্বাচন কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা মো. হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, মাস্টার সিরাজুল ইসলাম ও মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অভিষিক্তরা হলেন : সভাপতি আবুল খায়ের আখন্দ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, কোষাধ্যক্ষ সাইফুল আলম, প্রচার সম্পাদক মো: ছেফাত উল্লাহ খান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা সালমা সুমি, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: কামাল হোসেন, কার্যকরী সদস্য মো: ইউনুস খান, মো: মমতাজ উদ্দিন, মিজানুর রহমান, সৈয়দা নুসরাত জাহান ও মোস্তফা আহমদ ভূইয়া।
২০১৯-২১ সালের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : প্রধান উপদেষ্টা হাজী পেয়ার আহমেদ, উপদেষ্টা আবুল বাশার মিলন, মাষ্টার সিরাজুল ইসলাম, মো: আফজালুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, খান মোহাম্মদ সেলিম ও এ্যাডভোকেট আব্দুর রউফ। শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যদেরকে বিপুলভাবে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মো. এনামুল হক। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা আহমেদ শরিফ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহিদ, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, কুমিল্লা মহানগর সোসাইটির সভাপতি ইশতিয়াক রুমি, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামে সভাপতি হারুনুর রশিদ, বলাকা ওয়েলফেযার এসোসিয়েটের সভাপতি আজহারুল ইসলাম খোকা, বাংলাদেশ সোসাইটির শিক্ষা সম্পাদক আহসান হাবিব, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আব্দুল আজিজ, এ ইসলাম মামুন, সারওয়ার চৌধুরী, কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।
এ সময় আরো ছিলেন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান পৃষ্ঠপোষক আবুল বাশার মিলন, প্রধান সমন্বয়কারী সৈয়দ আব্দুল মতিন, সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, পৃষ্ঠপোষক মাস্টার সিরাজুল ইসলাম, সমন্বয়কারী জাকির হোসেন এবং যুগ্ম সদস্য সচিব রিপন সরকার। সঞ্চালনায় ছিলেন সাবরিনা সুলতানা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল বাশার মিলন, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন, মাস্টার সিরাজুল ইসলাম, মো. আফজালুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, খান মো. সেলিম, এড. আবদুর রউফ প্রমুখ।
সহযোগিতায় ছিলেন আসাদুর রহমান খান, মো. ছেফাত উল্লাহ খান, মোহাম্মদ জুয়েলে, রফিকুল ইসলাম আখন্দ, সালমা সুমি, কামাল হোসেন, মো. কামাল হোসেন, মো. ইউনুস খান, মো. মমতাজ উদ্দিন, সৈয়দা নুসরাত জাহান ও মোস্তফা আহমেদ ভূইয়া।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজিব, কৃষ্ণা তিথি, আমানত হোসেন আমান, গাজী এস এ জুুয়েল, সাবরিনা সুলতানা, রোশনারা কাজল, কাজি জাকির।
অসাধারণ নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের জারিন মাইশা।
শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন অতিথি ও কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ। সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের সভাপতি আবুল খায়ের আকন্দ ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নানাভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com