শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বিমানবন্দরে ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন ক্রুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এতে আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, এমডি-১১ কার্গো বিমানটি ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হোনোলুলুর উদ্দেশে যাত্রা করেছিল। উড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা যায়। পরে বিস্ফোরণ হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায়। এরপর হঠাৎ নিচের দিকে পড়ে যায়। মাটিতে আছড়ে পড়েই ভয়াবহ বিস্ফোরণ হয়।

দুর্ঘটনার পর আগুন আশপাশের শিল্প ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। কর্মকর্তারা জানান, মাটিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং ১১ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।

এরআগে, ওয়াশিংটন পোস্ট জানায়, লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় আহত ১১ জনের অবস্থা খুবই খারাপ। লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন বলেছেন, ‘আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।’

কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই নেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন এতে সহায়তা করবে। বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন বিমানের একটি ইঞ্জিন উড্ডয়নরত অবস্থায় বিচ্ছিন্ন হয়েছিল কি না। কারণ রানওয়ের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ বা ছিটকে পড়া অংশ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com