বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকলেও ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

তবে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, মা ও সন্তান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও, চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

জীবনের নতুন অধ্যায় শুরু করায় বলিউডজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। কারিনা কাপুর খান দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত।’

যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াঙ্কা চোপড়া শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দারুণ খুশি হয়েছি! ভালোবাসা রইল।’

অভিনেতা রাজকুমার রাও লিখেছেন, ‘ভিকি-ক্যাটরিনা, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই।’ অনিল কাপুর, নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com