

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, শীঘ্রই বৃষ্টি না হলে রাজধানী তেহরান কঠোর পানির ঘাটতির মুখোমুখি হতে পারে এবং প্রয়োজনে শহরটিকে খালি করতে হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম ইরানের সানানদাজ প্রদেশ সফরে তিনি দেশটির বর্ধিত সমস্যার ওপর আলোকপাত করেন তিনি। বর্তমানে মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান খরার মত সংকটের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে ইরান সরকারকে।
পেজেশকিয়ান জানান,বৃষ্টিহীন আবহাওয়া এবং কমতে থাকা পানির মজুত তেহরানকে সঙ্কটময় পরিস্থিতিতে ফেলেছে। তিনি বলেন,’যদি বৃষ্টি না হয়, আগামী মাস থেকে আমরা পানির সরবরাহ সীমিত করতে বাধ্য হব। খরা চলতে থাকলে শহরটিকে খালি করতেও হতে পারে’
তেহরানের পানি সরবরাহ পাঁচটি প্রধান বাঁধের ওপর নির্ভরশীল — লার, মামলু, আমীর কবীর, তালেকান এবং লাতিয়ান — তবে গত পাঁচ বছরে বর্ষা ব্যাপকভাবে কমে গেছে। চলতি বছরের বর্ষা মৌসুমী গড়ের তুলনায় প্রায় ৪০% কম। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জলাধারের স্তর এক শতাব্দীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যার ফলে গ্রীষ্মের সময়কালে মাঝে মাঝে পানি সরবরাহ বন্ধ করতে হয়েছে।
অধিকর্তারা সতর্ক করেছেন, জরুরি ব্যবস্থা না নিলে শহরের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে