

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়ম অনুযায়ী, ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) আবেদন বাতিল করতে পারবে মার্কিন প্রশাসন।
শনিবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের কাছে পাঠানো এক গোপন বার্তায় এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নীতিতে হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক ব্যাধি, ডায়াবেটিস, স্নায়বিক অসুস্থতা ও স্থূলতাকে সম্ভাব্য ‘উচ্চ ব্যয়বহুল’ রোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে স্থূলতাকে অ্যাজমা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো জটিলতার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হবে।
ভিসা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারীর চিকিৎসা খরচ চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে কিনা, তা যাচাই করতে।
ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ তার অভিবাসনবিরোধী অবস্থানেরই ধারাবাহিকতা। তাদের আশঙ্কা, এতে অনেক আবেদনকারী স্বাস্থ্যগত কারণে অন্যায়ভাবে ভিসা বঞ্চিত হবেন।
ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। ভিসা অফিসাররা চিকিৎসক নন, তবু এখন তাদের বলা হচ্ছে অনুমান করতে-কে ভবিষ্যতে চিকিৎসা ব্যয়ে সরকারের ওপর নির্ভরশীল হতে পারেন। এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত।
নতুন এই নির্দেশনা কার্যকর হলে ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বহু আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বসবাসের সুযোগ অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।