করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৩১শ কোটি টাকা (৩৩৪ মিলিয়ন ইউরো) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে এই অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে এই তহবিল আরও সম্প্রসারণ করা হতে পারে বলেও জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ কোনো সীমান্ত চেনে না। এমন পরিস্থিতিতে ইইউর সদস্য দেশ এবং ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই মহামারী মোকাবিলায় টিম ইউরোপ নামে একটি যৌথ ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে বিশ্বজুড়ে ভাইরাসের বিস্তার রোধে সহায়তা করতে ইইউ প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছে। এর মাধ্যমে করোনার বিস্তার ঠেকাতে অংশীদার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোভিড ১৯-এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব লাঘবে ২৬৩ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। এর মধ্যে ১১৩ মিলিয়ন ইউরো বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত রপ্তানি শিল্পের শ্রমিকদের নগদ সহায়তায় ব্যয় হবে। এ ছাড়া সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের লক্ষ্যে ১৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি)। পাশাপাশি ৫.৫ মিলিয়ন ইউরো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং এ দেশের গবেষণা খাতের জন্য বরাদ্দ দেওয়া হবে। ঢাকার বিভিন্ন এলাকার ভাসমান মানুষদের জরুরি সেবায় ৭ লাখ ১৪ হাজার ৩৮৩ ইউরো ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।