

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারবৃন্দদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্মুক্ত আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, শাকসু নির্বাচন সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতক্রমে প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে ২০২৬ সালের ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ১৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেওয়া হলো।