

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর বুধবার (২৬ নভেম্বর) খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গত মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল কর্মকর্তারা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি পুড়ে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রাণপন চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনার খবর পেয়েই দ্রুত অভিযান শুরু করা হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এদিকে, রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এক বিবৃতিতে এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।