

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জারি করা এক নির্বাহী আদেশে ২০২৮ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। একই সঙ্গে মহাকাশকে যেকোনো অস্ত্রের হুমকি থেকে রক্ষা করার ঘোষণাও দিয়েছেন তিনি। তার প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মহাকাশ গবেষণায় এটিই প্রথম বড় পদক্ষেপ। আবার এই একই নেতা ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সামরিক হস্তক্ষেপ করে নিয়মিত হারে ভেনেজুয়েলার মাদকচক্রকে নির্মূলের নামে মানুষ হত্যা করছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে ‘যুদ্ধের সম্ভাবনা আমি নাকচ করছি না।’
ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রে আরও তেলের ট্যাঙ্কার জব্দ করা হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, তারা যদি সাগরে জাহাজ ভাসানোর মতো ‘বোকামি’ করে, তবে সেই জাহাজগুলো শেষ পর্যন্ত আমেরিকার বন্দরেই গিয়ে পৌঁছাবে।
ট্রাম্প প্রশাসন দাবি করেছে, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ জনকে হত্যা করা হয়েছে- এমন সব নৌকায় হামলায়, যেগুলো আমেরিকার দাবি অনুযায়ী মাদক পাচার করছিল। তবে এই নৌকাগুলোতে ফেন্টানিল বা কোকেনের মতো মাদক ছিল কিনা, তার কোনো প্রকাশ্য প্রমাণ হোয়াইট হাউস দেয়নি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আমেরিকা আসলে তাঁকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। উল্লেখ্য, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।
ট্রাম্পের কাছে তাঁর মূল লক্ষ্য ‘মাদুরোকে ক্ষমতা থেকে সরানো কিনা’ জানতে চাওয়া হলে তিনি রহস্যজনকভাবে বলেন, ‘মাদুরো খুব ভালো করেই জানেন আমি কী চাই।’