

চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় ওষুধ খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিয়মিত ব্যায়ামও করেন না তিনি। কারণ ট্রাম্প এসব কিছুকে বিরক্তিকর মনে করেন। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা গেছে। দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে চলা বিতর্কে বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলেও বর্ণনা করেন তিনি।
সংবাদপত্রটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় ‘হঠাৎ ফোনালাপের’ শুরুতে তিনি বলেন, চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি। এর পর বলেন, গত ২৫ বছর ধরে তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অনেক ক্ষেত্রে প্রশ্ন শুনতেও অসুবিধা হয়েছে ট্রাম্পের।
তবে ট্রাম্প দাবি করেন, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি, বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন। কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন। তার কাছে যে মেকআপ আছে সেটি সহজে লাগানো যায়।
ট্রাম্প আরও বলেন, তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যেখানে চিকিৎসকরা কখনও কখনও ৮১ মিলিগ্রামের পরামর্শ দেন। কিন্তু এত বছর পর তিনি অভ্যাস বদলাতে চান না।