

কলম্বিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা ‘আমার কাছে ভালোই শোনায়।’
ট্রাম্প এ সময় কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কলম্বিয়া একজন ‘অসুস্থ মানুষের’ দ্বারা পরিচালিত হচ্ছে এবং অভিযোগ করেন, দেশটি যুক্তরাষ্ট্রে কোকেইন উৎপাদন ও সরবরাহ করছে। ট্রাম্প আরও মন্তব্য করেন, পেত্রো ‘আর বেশিদিন এটা করতে পারবে না।’
ট্রাম্পের এসব বক্তব্যে লাতিন আমেরিকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মাদক সন্ত্রাস দমনের নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা কোনভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বেশ কিছু দেশপ্রধান।