বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

জকসু নির্বাচন: ফিন্যান্স বিভাগে এগিয়ে ছাত্রদল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী ফিন্যান্স বিভাগে এগিয়ে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ কেন্দ্রে সহ-সভাপতি (ভিপি) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছে। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লিড ধরে রেখেছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।

ফিন্যান্স বিভাগের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব ২৩১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট।

সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রদল সমর্থিত প্যানেলের দাপট দেখা গেছে। এই পদে ছাত্রদলের তানজিল ১৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১৬৩ ভোট। এই পদে ছাত্রশক্তি সমর্থিত প্রার্থী শাহীন মিয়া পেয়েছেন ২১ ভোট।

তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে ভিন্ন চিত্র দেখা গেছে। এই বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম ১৬৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১৩ ভোট। এছাড়া বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট থেকে ইভান (ফ্রন্ট) পেয়েছেন ৭২ ভোট।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে একে একে বিভিন্ন বিভাগের ফলাফল ঘোষণা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com