ভিন্ন পরিচয়ে এবার সবার সামনে আসতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা। এবার তাকে দেখা যাবে একজন আবৃত্তিকার হিসেবে। সম্প্রতি তিনি কণ্ঠে তুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’। আর এই কবিতার ভিডিও প্রকাশের মধ্ যদিয়ে নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন আইরিন।
তিনি বলেন, ‘তাৎক্ষণিক সিদ্ধান্তে কাজটি করলাম। গত রোববার সারাদিন এর শুটিং করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বিজয় সরণী ও পান্থপথের কফি বাজে। লকডাউনের এই সময়গুলোতে মনে হয়েছে, আমার নিজের একটি ইউটিউব চ্যানেল করা উচিত। সেই ভাবনা থেকে কাজটি করা।’
শুরুতেই কেন তসলিমা নাসরিনের কবিতা বেছে নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, ‘ওনার এই কবিতাটা আমার খুব ভালো লাগে। তাই আবৃত্তির পাশাপাশি ভিজ্যুয়াল করার চিন্তা করলাম।’
‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতার ভিডিও পরিচালনা করেছেন ইভান মনোয়ার। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত।
আইরিন জানান, তার এই চ্যানেলটি কোরবানির ঈদে উন্মুক্ত করা হবে। চ্যানেলটির জন্য তিনি আরও কিছু ছোট ছোট ভিডিও নির্মাণ করবেন।