যুক্তরাষ্ট্রজুড়ে এখনো চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। আর এই বিক্ষোভকারীদের দিকে অস্ত্রহাতে তেড়ে আসা দুজনের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও এই আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এবার আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা অস্ত্র তুলেছেন তাদেরও সমর্থন দিয়ে যাচ্ছেন। অন্তত সমালোচকরা তাই বলছেন।
গত সোমবার ভিডিওটি শেয়ার করেন ট্রাম্প। এতে দেখা যায়- সেইন্ট লুইসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীরা বর্ণবাদবিরোধী বিক্ষোভ করছিল। এ সময় এক শ্বেতাঙ্গ ব্যক্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের হুমকি দিচ্ছিলেন।
এ সময় তার হাতে আধা স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। তার পাশে এক সশস্ত্র নারীও ছিলেন। বিক্ষোভকারীরা সেইন্ট লুইসের ডেমোক্রেটিক মেয়র লিডা ক্রিউসনের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ শোভাযাত্রা নিয়ে তার বাসভবনের দিকে যাচ্ছিলেন। রয়টার্স