জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কক্সবাজারের মহেশখালী থেকে আটক করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে আটক করে ডিবি পুলিশ। রেদওয়ান আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) মানস বড়ুয়া বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রেদওয়ান ও তার ভাই রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে।