বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন আগামীকাল বুধবার।
এদিন সকাল ১০টায় বনানী কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন। এরপর কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করবেন। বাদ আসর গুলশান চেয়ারপারসন অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হন আরাফাত রহমান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর লাশ দেশে আনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গুলশানে চেয়ারপারসনের অফিসে অবরুদ্ধ ছিলেন, সেখানেই ছেলের লাশ দেখেন। ওই দিনই বায়তুল মোবারক জাতীয় মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটে।