শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

ড. কামালকে রাস্তায় নামতে হবে না, আমরা আন্দোলন করবো : রব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ২৯৫ বার

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ড. কামাল হোসেন, আপনি বলুন, আমরা যারা ঐক্যফ্রন্টে আছি তারা আন্দোলন করবো। আপনাকে রাস্তায় নামতে হবে না। আমার শরীরের এখনও অনেক গুলির চিহ্ন আছে। আমি কোনও ভয় করি না।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জেএসডির সহসভাপতি তানিয়া রব, , সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ বক্তৃতা করেন।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা করে রব বলেন, ‘আওয়ামী লীগের বিদায় না হওয়া পর্যন্ত আমরার মৃত্যু চাই না।’

বিচারকরা আইনের ধারা অনুযায়ী রায় দিতে পারেন না বলে অভিযোগ করে রব বলেন, ‘তারা শেখ হাসিনার প্রশাসনের নির্দেশ অনুযায়ী রায় দিয়ে থাকেন। যারা খালাপ পাওয়ার কথা তারা সাজা পায় আর সাজাপ্রাপ্তদের খালাস দিয়ে কোর্টের বারান্দা পর্যন্ত এগিয়ে দেন বিচারকরা। জাতীয় ঐক্য ছাড়া যেমন মুক্তিযুদ্ধ হয়নি, তেমনি স্বৈরাচারকে বিদায় হবে না, যদি আমরা ঐক্যবদ্ধ না হই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলে আমরা অবৈধ নয়, আমাদের সঙ্গে জনগণ আছে। তারা বলে ৩০ ডিসেম্বর নির্বাচন না হলে জনগণ আন্দোলন করে না কেন? আমি তাদের বলতে চাই, বিশ্বে ৩০ থেকে ৩২ বছর স্বৈরাচার ক্ষমতায় থাকার উদাহরণ আছে। তাহলে কি এই দীর্ঘসময় স্বৈরাচার সরকার বৈধ ছিল।’

মান্না বলেন, ‘দেশে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা এক কথায় ডাকাত। তারা ভোট ডাকাতি করে এক বছর, দুই বছর বা ৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের ক্ষমতা থেকে যেতে হবে। এখনও সময় আছে, ভালোভাবে ক্ষমতা ছাড়ুন। দেশে আন্দোলন হবে, আওয়ামী লীগকেও ক্ষমতা থেকে যেতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com