শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ওসমান চৌধুরী’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধারা একে একে চলে যাচ্ছেন। মুক্তিযুদ্ধে যাঁদের অসামান্য অবদান রয়েছেন তাঁদেও মধ্যে আবু ওসমান চৌধুরী অন্যতম। তিনি সেক্টও কমন্ডার হিসেবে বীরত্বেও সাথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা বলেন, তাঁদের স্মৃতিগুলোই আগামী দিনে আমাদের নেতৃত্ব দেবে। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে যাঁরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাঁদের স্মৃতি সংরক্ষণ করার জন্য বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান। উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী গত ৫ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সিটির জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটে গত ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সা:সম্পাদক আব্দুস সামাদ আজাদ। করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই এই সভার আয়োজন করা হয় বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।
শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক হাজী এনাম, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হোসেন রানা, আওয়ামী লীগ নেতা মোস্তফা আল্লামা, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরজ্জামান সরদার, সৈয়দ কিবরিয়া, রাকিব হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সভাপতি হারুনুর রশিদ, সাবেক ছত্রলীগ নেতা জেড. এ.জয়, হেলাল মিয়া, নান্টু মিয়া প্রমুখ।
সভায় সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম। সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, বাঙালীদের অর্জনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অন্যতম। তিনি বলেন, মরহুম আবু ওসমান চৌধুরী’র কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com