সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সব মিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৭ দশমিক ৫ মিলিয়নের বেশি। এই ফলোয়ারদের কাজে লাগিয়ে বেশ মোটা অঙ্কের টাকা আয় করেন প্রিয়াংকা।
গত বছর যুক্তরাজ্যভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা হপার এইচকিউ ইনস্টাগ্রাম পোস্ট থেকে সর্বাধিক অর্থ আয় করা প্রোফাইল মালিকদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে আছে এ তারকার নাম। জানা গেছে, প্রিয়াংকা চোপড়া তার ইনস্টাগ্রামে প্রতি বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য প্রায় ২ কোটি রুপি নিয়ে থাকেন, বলিউডের সব নায়িকার মধ্যে যা সর্বাধিক আয়।