কক্সবাজার সদর উপজেলায় ডাকাতের গুলিতে জনি দে রাজ (২০) নামের এক কণ্ঠশিল্পী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্গম পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি পাহাড়ি ঢালায় এ ঘটনা ঘটে। নিহত কণ্ঠশিল্পী জনি দে কক্সবাজারের রামুর ঈদগড়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারঘাট এলাকার তপন দের ছেলে।
রামুর ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ির ঢালায় যাত্রীবাহী একটি সিএনজি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে।
এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই ইউপি সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস জানান, খবর পাওয়ার পর কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি তদন্তসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।