যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শুক্রবার বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ‘এ ভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে’ জাতীয় কৌশলের অংশ হিসেবে আমেরিকার সকল নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস ভ্যাকসিন দেবেন। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে মহামারি করোনাভাইরাস মোকাবেলার পরিকল্পনা ঘোষণা দেয়ার সময় বাইডেন বলেন, ‘কখনো আমরা একটি নিরাপদ ও কার্যকর করোনা ভ্যাকসিন হাতে পেলে, তা যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বিনামূল্যে প্রদান করা হবে।
এ নির্বাচনে অপর প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ব্যাপারে জোরদিয়ে বলেন, করোনা ভ্যাকসিন মার্কিন নাগরিকদের বিনামূল্যে দেয়া হবে। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে। বাসস