মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

ভোটের রাতে যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ১৬০ বার

মার্কিন মসনদে বসতে প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থী নিজেদের জয়ের আভাস দিয়েছেন। প্রথমে এক জনসমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে। অপরদিকে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প অবিশ্বাস্য জয় পেয়েছেন বলে দাবি করেছেন। কিন্তু সবকিছু এখনো অস্পষ্ট। চলছে ভোট গণনা। এর মধ্যেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী এ বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। ‘আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না- শ্লোগানে তারা জমায়েত হয়েছেন ওয়াশিংটন ডিসির রাস্তায়। হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া গেছে বলে বিবিসির খবরে জানা যায়।

এ বিক্ষোভের কারণে ওয়াশিংটন ও আশেপাশের কয়েকটি এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সংবাদকর্মী ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

ওয়াশিংটন ডিসি ছাড়া বিক্ষোভ হচ্ছে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউইয়র্ক শহরেও। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com