দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত সোমবার (২ নভেম্বর) তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। তার নাম রেখেছেন নাসিক আহমেদ। মা ও ছেলে দুজনই ভালো আছেন।
নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহ্ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।’
বিউটি আরও লেখেন, ‘যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিল। এসময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলে। এই কঠিন সময়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।’ তার সন্তান যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিউটি।
সংগীতশিল্পী বিউটি ঘর বেঁধেছেন হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে। ২০১৬ সালে তাদের প্রথম ছেলেসন্তান রায়াত পৃথিবীর মুখ দেখে।