মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোটে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জিতলেও নির্বাচনে দুর্নীতির অভিযোগ তুলেছেন ট্রাম্পের ঘনিষ্ঠরা। তারা নির্বাচনের ফলাফল না মানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেছেন, নির্বাচন এখনো শেষ হয়নি। আইনি লড়াই সবে শুরু হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ‘হোয়াইট হাউসের প্রেস সচিব কেইলি ম্যাকেনানি এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, নির্বাচন এখনো শেষ হয়ে যায়নি। এখনো অনেক দেরি।’
কেইলি ম্যাকেনানি নির্বাচনে দুর্নীতির তীব্র অভিযোগ করেছেন। যদিও ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো অভিযোগের প্রমাণ দিতে পারেননি তিনি। নির্বাচনে ভোট গণনার সময় ট্রাম্প যে অভিযোগ তুলেছিলেন সে সুরেই কথা বলেছেন কেইলি।
ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন নির্বাচনে বেশ ব্যবধানে জয়লাভ করেছেন। ইতোমধ্যে অনেক দেশ তাকে অভিনন্দনও জানিয়েছে। এমনকি ডেমোক্র্যাট জর্জ বুশও তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন। রাশিয়ার মতো কয়েকটি দেশ বলছে আনুষ্ঠানিক ঘোষণার আগে তারা বাইডেনকে অভিনন্দন জানাবেন না।
এদিকে হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই তাকে হার মেনে নেওয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।