বৃটেনে করোনা আক্রান্ত হওয়ার ২৮ দিন পর একদিনে সর্বোচ্চ ৬৯৬ জন মারা গেছেন। ৫ই মের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় সরকার বলেছেন, বৃটেনে আরো ১৮,২১৩ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। সব মিলে বৃটেনে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৭। সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন ৭২,০০০। ওদিকে বিজ্ঞানীরা আগামী বড়দিনের ছুটি নিয়ে সতর্কতা দিচ্ছেন। তারা বলছেন, বড়দিনে বিধিনিষেধ শিথিল করার ফলে বৃটেনে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে পারে এবং তাতে আবার লকডাউন দেয়ার প্রয়োজন হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।