বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

ট্রেন দুর্ঘটনা : দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি ড. রেজাউল করিমের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ২৭৬ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, সরকারের উদাসীনতা ও লাগামহীন দুর্নীতির কারণেই দেশের পরিবহন সেক্টরসহ রেল যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গত কারণেই পরিবহন সেক্টরে দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি মঙ্গলবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহতদের সার্বিক খোঁজখবর ও আর্থিক সহায়তা দানের জন্য ঢাকার অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, হাতিরঝিল পশ্চিম থানা আমীর মু. আতাউর রহমান সরকার, শেরে বাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আযম, মোহাম্মদপুর থানা পূর্বের নায়েবে আমীর এ্যাডভোকেট আজহার মুন্সী, সেক্রেটরি সৈয়দ মঞ্জুর হোসেন ও জামায়াত নেতা আজিজুর রহমান তোরণ প্রমুখ।

ড. রেজাউল করিম এসময় দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি নিহতদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোককে কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com