রান যখন ৯০ এর ঘরে। তখন বাড়তি সতর্কতা দেখা গেল। বলের পর বল ঠেকিয়ে গেলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। দেখা মিলল না টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে বিদায় নিতে হলো আজহার আলীকে।
৭৩ বলে ফিফটি স্পর্শ করেন আজহার। যার মধ্যে ছিল নয়টি চারের মার। এরপর থেকে কমতে থাকে বাউন্ডারির সংখ্যা। নার্ভাস নাইনটিজে প্রবেশ করার পর সতর্ক থাকা আজহার ছুতে পারেননি কাঙ্ক্ষিত তিন অঙ্কের রান। প্রথম ফিফটি যেখানে আজহার করেছিলেন ৭৩ বলে, সেখানে বাকি ৪৩ রান তিনি করেন ৯৯ বলে। বাউন্ডারি এসেছে মাত্র তিনটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৪৬ রান। ব্যাট করছিলেন ফাহিম ও জাফর।