যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মিসরের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ও ইসরাইলের মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান গাজা উপত্যকায় উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি অবস্থানে হামলা চালায়। এছাড়া, গাজার নৌ পুলিশের কম্পাউন্ডের উপরও ইসরাইলি বিমান হামলা চালিয়েছে। তবে, এসব হামলায় কেউ হতাহত হয়নি।
এদিকে, দক্ষিণ ইসরাইলের সর্ববৃহৎ শহর বিরশেবায় শুক্রবার মধ্যরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলার সর্তকতা হিসেবে সাইরেন বাজানো হয়। এসময় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে উদ্বেগ থেকে পাঁচজন অসুস্থ হয়ে পড়ে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। এর পাশাপাশি হুড়োহুড়ি করে আশ্রয় শিবিরে ঢুকতে গিয়ে আরো চারজন আহত হয়েছে।
গত মঙ্গলবার জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতাকে ইসরাইল হামলা চালিয়ে হত্যা করে। এরপর জিহাদ আন্দোলন দু’দিনে ইসরাইলের উপর ৪০০’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেল আবিবসহ ইসরাইলের বিরাট অংশ কার্যতঃ অচল হয়ে পড়ে। পরে মিসরের মধ্যস্থতায় ইসরাইল ইসলামি জিহাদের পূর্বশর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি করে। সূত্র : পার্সটুডে।