গত বছর ৬২৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ জন। আজ শনিবার এক ওয়েবিনারে এ তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। তারা বলছে, ২০২০ সালে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের শিকার হয়েছে আরও ৫০ জন শিশু। সংস্থাটি বলছে, করোনার এই সময়কালে শিশু নির্যাতনের পাশাপাশি বাল্যবিবাহও বেড়ে গেছে।