মৌসুমের প্রথম শিরোপা জেতার হাতছানি দিচ্ছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাকে। আজ রোববার দিবাগত রাত ২টায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামবে তারা। অ্যাথলেটিক বিলবাওকে এ ম্যাচে হারাতে পারলেই ঘরে তুলতে পারবে মৌসুমের প্রথম শিরোপা।
নতুন ফরম্যাটে হওয়া সুপার কাপে এবার খেলছে গত আসরের কোপা দেল রে’র দুই ফাইনালিস্ট রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও এবং লা লিগার শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ চার দলকে নিয়ে সেমিফাইনাল ফরম্যাটে হয়েছে সুপার কাপের এবারের আসর। এর আগে টুর্নামেন্ট দুটির চ্যাম্পিয়নরা মুখোমুখি হতো সুপার কাপে, এবার থেকে সুযোগ পেয়েছে রানার্স আপরাও।
এর আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারায় বার্সেলোনা। আর পরের ম্যাচ রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাও। ফলে আজ রোববার রাতের ফাইনালে শিরোপার খোঁজে খেলতে নামবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।
গত ৭ জানুয়ারি লা লিগার ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছিল বার্সা, যার দুই গোল করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার সেভিয়ার মাঠে হতে যাওয়া সুপার কাপের ফাইনাল ম্যাচটিতে মেসিকে পাওয়ার ব্যাপারে সন্দিহান বার্সা। পায়ের ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি খেলতে পারেননি তিনি। আজ ফাইনাল ম্যাচে খেলবেন কি না তা নিশ্চিত করে বলেননি বার্সা কোচ।
সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অন্যদিকে অ্যাথলেটিকো বিলবাও সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে ২ বার।