মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে পরিচিত চিত্রনায়িকা তমা মির্জা। তবে এবার তার নামের পাশে যুক্ত হচ্ছে আরও একটি পরিচয়। প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন “মির্জা’স ক্রিয়েশন”। এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত নাটক, ছবি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তমা মির্জা।
তিনি বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম, নতুন বছরের শুরুতেই আমার “মির্জা’স ক্রিয়েশন” থেকে। সেই যাত্রায় পাশে আছেন দেশের গুণী অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ ভাইয়া। সবার কাছে দোয়া চাই সফলতার জন্য।’
তমা আরও বলেন, ‘তৌকির ভাইয়ার সঙ্গে এই প্রথম কাজ করতে যাচ্ছি। আপাতত তার সঙ্গে ঈদের একটি কাজ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি এক ঘণ্টার একটি নাটক বলা যায়। নির্মাণের পাশাপাশি এতে ভাইয়া নিজেও অভিনয় করবেন। আশা করি, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার সঙ্গে আরও অনেক কাজ করা হবে।’
এদিকে, দেশ টিভিতে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামে একটি সেলিব্রেটি শো উপস্থাপনা করছেন তমা। এছাড়া তার হাতে রয়েছে শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনি’ এবং আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ।