বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

অতীত নথি পেতে ম্যারাডোনার সই নকল করেছিলেন তার চিকিৎসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১৫৯ বার

গত ২৫শে নভেম্বর অসীমের পথে পাড়ি জমিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার মারা গেছেন বলা হলেও ম্যারাডোনার পরিবার অভিযোগ করে, ‘ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক ও নার্সরা ঠিকভাবে দেখভাল করেননি’। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আর্জেন্টিনা সরকার। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই এক তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, অতীত চিকিৎসার নথি পেতে ম্যারাডোনার সই জাল করেছিলেন লুক। ১লা সেপ্টেম্বর ম্যারাডোনার সই জাল করেছিলেন তিনি।

ম্যারাডোনার মৃত্যুর কিছুদিন পর লুকের বাড়ি ও ক্লিনিক তল্লাশি করে গুরুত্বপূর্ণ তিনটি নথি পায় স্থানীয় পুলিশ। এর মধ্যে দুটি কাগজে একই টাইপরাইটারে একই লেখা দেখা যায়। বুয়েনস এইরেসের অলিভোস ক্লিনিককে ম্যারাডোনা লিখেছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুককে অতীত চিকিৎসার সব তথ্য হস্তান্তরের জন্য। তৃতীয় কাগজটি ছিল মূল কাগজের স্ক্যান করা কপি, যেখানে ম্যারাডোনার সই ছিল।
আর্জেন্টিনায় ব্যক্তিগত তথ্যের ক্ষতিসাধন কিংবা কোনো রকম গড়াপেটা করা অপরাধ। লুকের বিরুদ্ধে এখন এই অভিযোগ গঠন হতে পারে। কে, কেন এবং কী কারণে করা হয়েছে, তা আমলে না নিয়েও শাস্তির রায় দেওয়ার ক্ষমতা রাখেন আদালত। তবে এখনো গ্রেফতার হননি লুক।

ইএফই এ নিয়ে সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘আইন অনুযায়ী লুকের বিপক্ষে অভিযোগ গঠন হতে পারে। কারণ, যে-ই তথ্য ব্যবহার করুক, তার এটা গড়াপেটা করার দরকার ছিল না, কিংবা স্বেচ্ছায় জাল সই করাটা আইনবহির্ভূত। তবে লুকই এটা (সই নকল) করেছে কি না, তা এখনো নিশ্চিত না। কিন্তু এটা নিশ্চিত যে চিকিৎসার অতীত জানতে তিনি এসব ব্যবহার করেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com