ঘরের মাঠ। রিয়াল জিতবে হেসে খেলে। এমনটাই ছিল অনুমেয়। তবে সব যেন পাল্টে গেল এক লাল কার্ডে। শুরু থেকেই পুরো ম্যাচে রিয়াল খেলল একজন কম নিয়ে। ওই সুবিধাটা কাজে লাগালো লেভান্তে। রিয়ালের বিরুদ্ধে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেল পয়েন্ট তালিকায় নবম স্থানে থাকা দলটি।
আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে শনিবার লা লিগার ম্যাচে মার্কো আসেনসিও রিয়ালকে এগিয়ে নেওয়ার পর লেভান্তের হয়ে সমতা আনেন হোসে মোরালেস। পেনাল্টি ঠেকিয়েও দলকে বাঁচাতে পারেননি থিবো কোর্তোয়া। যার শট ঠেকিয়েছিলেন সেই রজার মার্টি জেতান লেভান্তেকে।
ম্যাচের ৯ মিনিটেই লাল কার্ড দেখেন রিয়ালের মিলাতও। ডি-বক্সের ঠিক বাইরে লিয়নকে ফাউল করেন মিলিতাও। শুরুতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি।
একজন কম নিয়েও ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় রিয়াল। মদির পাস পেয়ে টনি ক্রুস নিজেদের অর্ধ থেকে বল বাড়ান আসেনসিওকে। দক্ষতার সঙ্গে গোলটি করেন আসেনসিও।
২৫ মিনিটে রজার মার্টির দুটি চেষ্টা ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন আসেনসিও। ৩২ মিনিটে রিয়ালের হয়ে ম্যাচে সমতা আনেন মোরালেস (১-১)।
চার মিনিট পর এগিয়েও যেতে পারত লেভান্তে। খুব কাছ থেকে আবারও মার্টির শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৬৩ মিনিটে পেনাল্টি ঠেকিয়ে রিয়ালের ত্রাতা এই কোর্তোয়াই। ভিনিসিউস জুনিয়র কার্লোস ক্লার্ককে ফাউল করলে শুরুতে ফ্রি কিক দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে দেন পেনাল্টি।
রিয়ালের ওপর চাপ ধরে রেখে ৭৮ মিনিটে এগিয়ে যায় লেভান্তে। কর্নার থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মার্টি। শেষ অবধি এই এক গোলের সুবাদে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে।
লা লিগায় সবশেষ ছয় ম্যাচে রিয়ালের বিপক্ষে তৃতীয় জয় এটি লেভান্তের। আলাভেসকে আগের ম্যাচে উড়িয়ে দেয়া রিয়াল পেল আসরে চতুর্থ হারের স্বাদ। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে দুইয়ে। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অ্যাটলেটিকো। ২০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেভান্তে।