প্রবল ধাক্কাই বলা যেতে পারে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে হেরে গেছে প্রতাপশালী বার্সেলোনা। ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে সেভিয়া। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল দলটি।
অথচ ম্যাচের ১১ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। গ্রিজম্যানের পাসে দারুণ শট নিয়েছিলেন বার্সা অধিনায়ক। কিন্তু দারুণ নৈপুণ্যে পা বাড়িয়ে রুখে দেন সেভিয়া গোলরক্ষক বোনো।
সবাইকে চমকে ২৫ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। সামুয়েল উমতিতিকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন জুলস কুন্ডে। বিরতির ঠিক আগে রক্ষণের দুর্বলতায় আবারো গোল খেতে বসেছিল বার্সেলোনা। কিন্তু অল্পের জন্য হয়নি।
৫৫ মিনিটে মেসির প্রচেষ্টা রুখে দেন সেই বোনো। ৮৫তম মিনিটে সেভিয়ার ব্যবধান বাড়ান ইভান রাকিতিচ। অলিভের টরেসের উঁচু করে বাড়ানো থ্রু বলে দক্ষতার সাথে বার্সার জাল কাঁপান তিনি। এক সময় বার্সাতেই খেলেছেন রাকিতিচ। গত সেপ্টেম্বরে ন্যু ক্যাম্প থেকে সেভিয়াতে চলে যান তিনি। সাবেক দল বলেই গোলের পর উদযাপন করেননি রাকিতিচ।
সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পেল বার্সেলোনা। হারের হতাশা থাকলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো আছে তাদের। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলবে মেসিরা।