করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল খুলে দিতে যাচ্ছে আমেরিকা। এ জন্য ইতোমধ্যেই নতুন নির্দেশনা জারি করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
নির্দেশনায় সবার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার কথা কঠোরভাবে বলা হয়েছে।
দেশটির ৫৫ মিলিয়ন স্কুল শিক্ষার্থী ক্লাসে ফেরাতে মাস্ক ও শারীরিক দূরত্বের বিষয়টি প্রধান কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনায়।
এছাড়াও নির্দেশনায় প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং কন্টাক্ট ট্রেসিং বা সংস্পর্শের নির্ণয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিজ্ঞা করেছিলেন যে ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে কে-৮ ক্যাটাগরির বেশিরভার স্কুলগুলো খুলে দেওয়া হবে।
সূত্র : বিডি প্রতিদিন