বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

এবিসিএইচ গ্রুপের প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৮০ বার

২০ শে মার্চ শনিবার কুইন্সের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো আমেরিকায় বসবাসকারি বাংলাদেশীদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক সংগঠন “আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্পএবিসিএইচএর ১৩ হাজার সদস্য পূর্তি উদযাপন ও প্রথম ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান। করোনাকালীন সতর্কতার জন্য স্বল্প পরিসরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এই পর্যন্ত আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির হাজার হাজার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। শুধু আমেরিকায়ই নয়এমনকি তারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ ও বিপদেও সহযোগিতার হাত নিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে। আমেরিকাস্থ বাংলাদেশী মানুষদের মাঝে এই গ্রুপটি দিন দিন দারুন জনপ্রিয় হয়ে উঠছে। এই গ্রুপের নাম এখন সবার মুখে মুখে। যেকোনো ধরনের তথ্যপরামর্শক্লাসিফাইড বিজ্ঞাপন অথবা পারস্পরিক সহযোগিতার জন্য এই গ্রুপে একটা পোস্ট দিলেই পেয়ে যাচ্ছেন তড়িত সমাধান। আর এই সেবা তারা দিচ্ছেন সম্পূর্ণ বিন মূল্যে। গ্রুপে বাংলাদেশী বংশোদ্ভূত সকল শ্রেণী পেশার হাজার হাজার সদস্য স্বপ্রণোদিত হয়ে একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন।আমেরিকার মাটিতে বাংলাদেশী কমিউনিটির এ এক অভূতপূর্ব মিলনমেলা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রুপের তিনজন এডমিন জাহিদ করিমতরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূইয়া বলেনতারা এখানে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করাতাদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা এবং বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য়,পরামর্শ ও নানাবিধ সহযোগিতা দিয়ে কমিউনিটির পাশে থাকার জন্য সম্পূর্ণ বিনা স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এই গ্রুপের মাধ্যমে অতি শীঘ্রই সারা আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী কমিউনিটির বেশিরভাগ মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এন ওয়াই পি ডি’র ডিটেকটিভ কমান্ডার শামসুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com