রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

ওয়াশিংটনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর ঝটিকা সফর, ভেন্যু পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৯৬ বার

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এক ঝটিকা সফরে গত ১৯ মার্চ শুক্রবার ওয়াশিংটন সফরে আসেন। সফরের প্রথমেই তিনি ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন। বৈঠকে আসন্ন ৩৫তম ফোবানা সম্মেলনের বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতকে জানানো হয় এবং ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহন করবার জন্য আমন্ত্রন জানান।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহন করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারীভন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক।

একইদিন সন্ধ্যায় চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক ঘরোয়া পরিবেশে প্রধান অতিথি হিসাবে এক সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল। সভা পরিচালনা করেন সদস্য সচিব শিব্বীর আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা ও ফোবানার আউটষ্ট্যান্ডিং মেম্বার সাদেক এম খান, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মোহাম্মদ মিয়া, জয়েন সেক্রেটারি মনির হোসেন, কো-কনভেনার জুয়েল বড়–য়া, সিনিয়র কোর্ডিনেটর আরশাদ আলী বিজয়, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, প্রচার কমিটির কো-চেয়ারম্যান আকাশ রইস, রিসেপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ।

সভায় ৩৫তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীকে অবহিত করা হয়। এছাড়াও ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে স্বাগতিক কমিটির রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচান অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

সফরের দ্বিতীয়দিনে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্মেলনের ভেন্যু গেলর্ড রিসোর্ট এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী একা লাইভ বার্তায় ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য সবাইকে ফোবানার ছায়াতলে সামিল হবার জন্য আমন্ত্রন জানান।

এ সময় ৩৫তম ফোবানা স্বাগতিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইনারা ইসলাম, কনভেনার জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, রিসেপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ। এছাড়াও নিউইয়র্ক থেকে এসে অংশগ্রহন করেন সাউন্ড ইঞ্জিনিয়ার স্যাম ও তার সঙ্গীরা।

ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ওয়াশিংটনে বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সবাইকে ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য এগিয়ে আসার জন্য আমন্ত্রন জানান।

উল্লেখ্য, আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com