আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প ( এবিসিএইচ) গ্রুপ এর মিনি পিকনিক অনুষ্ঠিত হয়ে গেলো গত রবিবার ৪ এপ্রিল তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ডের মেনোরভিলে। পেন্ডামিকের কারণে সীমিত আকারে মিলিত হয় সংগঠনের সদস্যরা। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্তসদস্যরা খাওয়া-দাওয়া, গান, কৌতুক, স্মৃতিচারণ সহ নানা রকম কর্মকান্ডে মেতে ওঠে। গ্রপের তিনজন এ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূঁইয়া জানান, আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মাঝে এবিসিএইচ গ্রুপের জনপ্রিয়তাদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শতশত সদস্য গ্রুপে যোগদান করছেন।আমেরিকার মাটিতেবসবাসকারী বাংলাদেশী কমিউনিটির মাঝে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য সংগঠনটিনিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর সেই লক্ষ্যে অনলাইনে সহযোগিতার পাশাপাশি মাঝে মাঝেই সংগঠনের সদস্যদের নিয়েবিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারা বলেন যে, পেন্ডামিক জনিত নিরাপত্তার কারণে পুরো পরিবার ও শিশুদেরকেঅনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। করোনা পরিস্থিতি একটু শিথিল হলে আগামীতে অনেক বড় আকারে সদস্যদের পারিবারিকমিলন মেলার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারাজানান যে, ইতিপূর্বে তারা একে অপরকে কখনই দেখেননি, সকলেই সম্পূর্ণ অপরিচিত,অথচ এখানে এসে মনে হচ্ছে তারা যেনোএকে অপরের অতি আপনজন, একই পরিবারের সদস্য। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির মানুষদের পারস্পরিক বন্ধন দৃঢ় হচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
এ জাতীয় আরো খবর..