বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ চিন্ময়কে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের বিবৃতি মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

কামাল আহমেদ তার কর্মে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে, এবিটিভির বিশেষ অনুষ্ঠান ‘‘স্মৃতিতে অম্লানে’’ বক্তারা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৮৪ বার

সীমিত আয়োজনে গভীর বিষাদ জাগিয়ে পালিত হল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। দেশ ও প্রবাসে জনপ্রিয় টিভি চ্যানেল এবিটিভি দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘‘স্মৃতিতে অম্লান’’ আয়োজন করে। এছাড়া অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাতও। কামাল আহমেদ ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। বেদনাময় এই দিনে মানবতার ফেরিওয়ালা এবং প্রবাসীদের প্রিয়মূখ কামাল আহমেদ স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন বক্তারা। তারা বলেন, কামাল আহমেদ তার কর্মে যুগ যুগ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,  নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যেত তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমেদ। দীর্ঘ ৪০ বছর ধরে মানবসেবায় নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রবাসীদের কাছে একজন ‘কামাল ভাই’ হয়ে উঠেছিলেন ।  বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও আক্রান্ত মানুষের সহযোগিতা করেছেন নির্ভয়ে। সেই ভাইরাসে আক্রান্ত হয়েই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পৃথিবী থেকে চিরবিদায় নেন গত বছরের ৫ এপ্রিল।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ শহিদুল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কামাল আহমেদের দীর্ঘদিনের সহযোদ্ধা এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজিমুর রহমান বুরহান, যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত পত্রিকা সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহীন, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান,  এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মাসুদুল হক ছানু, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী মোস্তফা কামাল, এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মূল ধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার,  তরুণ প্রকৌশলী ও  এবি মিডিয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ রহমান সায়েম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল,  জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসাইন কুনু, বদরুল খান, পেনসিলভ্যানিয়া বিয়ানীবাজার সমিতির সভাপতি মাশুক খান  এবং কামাল আহমেদের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নিপতি বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ ফারুক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে  কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কারী আব্দুলাহ আল মামুন।  এসময় ইসলামের দৃষ্টিতে সমাজকর্ম এবং এর প্রতিদান এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মিরজা আবু জাফর বেগ। অনুষ্ঠানে পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে জীবনের সকল রঙ্গিন পরিচয় শিরোনামে ইসলামিক সংগীত পরিবেশন করেন বিয়ানীবাজারের শিল্পী মো. মাহমুদ হাসান।

আবেবঘন এই অনুষ্ঠানে আলোচকরা মরহুম কামাল আহমেদের সঙ্গে তাদের পথচলার স্মৃতিচারণ করেন। তারা বলেন, কামাল আহমেদ ছিলেন কমিউনিটির বটবৃক্ষের মত। তিনি আজীবন সবাইকে ছায়া দিয়ে গেছেন। দিকনির্দেশনা দিয়েছেন। পথ দেখিয়েছেন। সুখে দুখে প্রবাসী বাঙালিদের আত্মার আত্মীয় হয়েছেন। তিনি ছিলেন আলোর দিশারী। মানবতার ফেরিওয়ালা। একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক। সকল গুনের অধিকারী একজন নেতা। বক্তারা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, কামাল আহমেদ চিরকাল বেঁচে থাকবেন মানুষের ভালবাসায়। মানুষের শ্রদ্ধায়। মানুষের হৃদয়ে।

অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে কামাল আহমেদসহ বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আবদুল খালিক খায়ের ও  কার্যকরী সদস্য আজাদ বাকিরসহ দেশ ও  প্রবাসে কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া এবিটিভির সিএফও এম সিন উদ্দিন (আহাদ) এর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় । মুনাজাত পরিচালনা করেন ফ্লোরিডা মসজিদ তাওহিদের ইমাম ও খতিব ক্বারী ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মরহুম কামাল আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com