অতি সম্প্রতি হেফাজতে ইসলামীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর-কে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভের নামে বাংলাদেশে ‘তান্ডব’ চালিয়ে ভাঙচুর ও জনগনের সম্পদ নষ্ট করার ঘটনায় যুক্তরাষ্ট্র যুবলীগ নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ইসলামের কথা বলে দেশে বিশৃংখলা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। হেফাজত মূলত: জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বক্তারা বলেন, ‘জাতি জনক’ বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ২৬ মার্চ দেশের সুবর্ণ জয়ন্তী পালন করছে, তখন হেফাজত জেলায় জেলায় ধংসাত্মক তান্ডব, জ্বালাও-পুড়াও করেছে। এতে প্রমাণিত হয় যে, হেফাজতের নেতা-কর্মীরা মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত-বিএনপির প্রেতাত্বা হিসেবে কাজ করছে। বক্তারা বলেন, বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উচে দাঁড়াচ্ছে তখন জামাত-বিএনপির মদদদাতা হেফাজত দেশের উন্নয়ন-অগ্রগতি থামাতে চায়। কিন্তুবাংলাদেশের মানুষ তা হতে দেবে না।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সোমবার (গত ৫ এপ্রিল) রাত ৮ টায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম এবং ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াৎ হোসেন চঞ্চল উপস্থিত ছিলেন। এই সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেবুল মিয়া।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দিন, সদস্য নুর ইসলাম, আব্দুল্লাহ আল রেজা (স্বপন), জাকির হোসেন, সফিক মিয়া, নিউইয়ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, নিউইর্য়ক ষ্টেট যুবলীগের সাংগঠকি সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সেলিম রেজা ও সাহাবুদ্দিন।
সমাবেশে অন্যান্যর মধ্যে নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আল মামুন সরকার, সদস্য ইমরুল কয়েস, আ স ম খায়রুল সবুজ, আলাউদ্দিন, জাবেদ আহমদ, রিটন সরকার, রূপ চান তাহসিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়।
সমাবেশে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা হেফাজতের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামশ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আগামী দিনে হেফাজতের জ্বালা-পুড়া কর্মকান্ড প্রতিরোধ করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।